দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় দোষীদের “কঠোরতম শাস্তি”র হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বলেন, “এই ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে এমন শাস্তি দেওয়া হবে, যা গোটা বিশ্বকে বার্তা দেবে— ভারতে সন্ত্রাস ছড়ানোর সাহস আর কেউ দেখাবে না।”
গুজরাতে একটি স্কুলের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল ভাষণে শাহ আরও বলেন, “দিল্লির ঘটনায় দোষীদের জন্য সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা হবে। ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে সহ্য করবে না।” কেন্দ্র ইতিমধ্যেই এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে ঘোষণা করেছে।