দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনার কারণে জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিকের কনসার্ট স্থগিত করা হয়েছে। ১৫ নভেম্বর দিল্লিতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু, শহরে নিরাপত্তার বিষয়টি এবং এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজকরা কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইনস্টাগ্রামে আরমান মালিক নিজেই এই খবর জানিয়েছেন। তিনি লেখেন, "দিল্লি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে ১৫ নভেম্বরের আমার কনসার্টটি স্থগিত করা হল। খুব তাড়াতাড়ি আমি নতুন তথ্য জানাব আপনাদের।"