দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির জগতে সুপারস্টারদের তালিকা হলে একেবারে প্রথম দিকেই থাকবে জিতের নাম। বহু বছর ধরে তিনি সিলভার স্ক্রিনের উজ্জ্বল মুখ। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে, বিশেষ করে স্ত্রী মোহনা মদনানি ছিলেন সম্পূর্ণ বিনোদন দুনিয়ার বাইরে।
একসময়ের পেশায় শিক্ষিকা, পরে ঘর ও পরিবার সামলানোই ছিল তাঁর প্রধান দায়িত্ব। সেই মোহনাই বিয়ের চোদ্দ বছর পর প্রথমবার পা রাখলেন শিল্পীসত্তার আরেক দিগন্তে— গায়িকা হিসেবে।
#REL