শুভঙ্কর চক্রবর্তী
এ খবর পুরনো—সুপারস্টার জিতকে নিয়ে পরিচালক পথিকৃৎ বসু তৈরি করছেন এক ছবি, বলা ভাল বায়োপিক— ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’, যেখানে দর্শকরা জিতকে দেখবেন ঐতিহাসিক চরিত্র অনন্ত সিংহের ভূমিকায়। তবে ছবিটি নিয়ে যতটা উত্তেজনা, ততটাই ছিল চমকও। আর নতুন যে চমক তাতে যোগ দিল, তা হল এই ছবিতে থাকছেন না অভিনেতা আবির চট্টোপাধ্যায়!