দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলীয় সূত্রের খবর, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। চলতি সময়ে রাজ্যে জোরকদমে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। সেই পরিপ্রেক্ষিতে জেলার প্রতিটি তৃণমূল শিবির ও ক্যাম্প পরিদর্শন করতে পারেন অভিষেক। যা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।