দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই নদিয়ার করিমপুরের মাঠে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রর বিয়ের রিসেপশন ছিল। খোলা মাঠে সুন্দর করে সাজিয়ে সেই রিসেপশনের ছবি সমাজ মাধ্যমে সেনসেশনও তৈরি করেছিল। এরই মধ্যে অন্য খবর এল মহুয়াকে নিয়ে। প্রশ্ন ঘুষ মামলায় মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ করল লোকপাল (Lokpal)। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে (CBI) চার্জশিট দাখিলের অনুমতি দিল দেশের অ্যান্টি-কোরাপশন ওয়াচডগ।
কী বলল লোকপাল? (Lokpal on Mahua Moitra)