দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগেই রাজ্যে দাবদাহে (Heatwave) নাজেহাল হয়েছিল মানুষ। রেকর্ড গরমে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছিল।
সেই অভিজ্ঞতার পর এবার হিটওয়েভ বা তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করল নবান্ন (Announcement of Compensation)। ফলে দাবদাহে কারও মৃত্যু হলে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার (Rs 2 lakh per death)।
#REL
গত ১৯ অগস্ট মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে ‘স্টেট এগজিকিউটিভ কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ভিত্তিতে ২৫ অগস্ট বিজ্ঞপ্তি জারি করেছে বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দফতর।