দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) পর্বে কেরলে আত্মঘাতী হলেন এক বুথ লেভেল অফিসার (BLO)। পরিবার ও পরিচিতদের দাবি, এসআইআর–এর অতিরিক্ত চাপই মানসিক ভাবে শেষ করে দিয়েছিল তাঁকে। সেই চাপ সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন পয়ান্নুরের অনীশ জর্জ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, দায়ের হয়েছে এফআইআরও।
পেশায় পিয়ন অনীশ স্থানীয় একটি সরকারি স্কুলে কাজ করতেন। নির্বাচন কমিশনের নিযুক্ত বিএলও হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। রবিবার দুপুরে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন তিনি।
#REL