দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। মহম্মদ ইউনুস সরকারের বিদেশ মন্ত্রণালয় গত ১৭ নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজার কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে বলে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের তরফে এই খবর পাওয়া গিয়েছে। ভারত সরকারের তরফে সরকারিভাবে এই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়নি এখনও পর্যন্ত।
এর আগে গত বছর ২০ ও ২৭ ডিসেম্বর বাংলাদেশ সরকার নয়া দিল্লিকে কূটনৈতিক যোগাযোগের 'নোট ভারবাল' পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত চায়। নয়া দিল্লি এখনও পর্যন্ত সেই চিঠির কোন জবাব দেয়নি।
#REL