কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক
বঙ্গবন্ধু মুজিব কন্যা শেখ হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ড (Capital Punishment) দেওয়া হয়েছে। মুজিবের বাড়ির বাকি অংশটুকুও ভাঙতে ছুটছে জনতা। সোমবার সকালে কাজের জন্য কলকাতার বাইরে আমি। তারই মধ্যে মোবাইলে বারবার ভেসে আসছে খবরগুলি (Sheikh Hasina Verdict)। কী প্রতিক্রিয়া (Reaction) দেব বুঝতে পারছি না। আসলে ওরা নিজেরাই যে বিড়ম্বনায়। খারাপ লাগছে খুব। যতবার এই খবরগুলি পাচ্ছি কষ্ট হচ্ছে। আসলে ওপারে যাদের আদি শিকড়, সেই সব বাঙালির কাছে এই খারাপ লাগাটা খুবই স্বাভাবিক।