দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। বহু জল্পনার পর প্রকাশ্যে এলো আদিত্য ধরের ‘ধুরন্ধর’-এর ট্রেলার, আর মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দিল সারা দেশের পর্দাপ্রেমী মন।
রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপালের মতো তারকাদের পাশাপাশি নিজের অভিনয়জীবনের প্রথম বড় পদক্ষেপ রাখলেন একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী সারা অর্জুন— এমন এক দলের আবির্ভাব, যা ছবি মুক্তির আগেই তাকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবির আসনে বসিয়ে দিয়েছে।