দ্য ওয়াল ব্যুরো: অভিজ্ঞতার নম্বর দেওয়া নিয়ে ফের নতুন করে জট পাকাল শিক্ষক নিয়োগ। দু’জন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার (Experience Number) ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে—এমন অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা রুজু হলে সেই প্রেক্ষিতে সরাসরি সতর্কতা শোনাল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
কমিশনের বক্তব্য, “যদি কোনও পার্ট-টাইম শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন, তা প্রমাণ হলে তাঁর প্রার্থীপদ বাতিল করা হবে।”
#REL