দ্য ওয়াল ব্যুরো: রাজধানীর বিস্ফোরণ সংক্রান্ত (Red Fort blast) একের পর নতুন তথ্য উদ্বেগ বাড়াচ্ছে তদন্তকারীদের। হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়টিকে (Al Falah University) ইতিমধ্যেই রেড ফোর্ট বিস্ফোরণের সম্ভাব্য কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা বাহিনী। এবার প্রকাশ্যে এল নতুন এক তথ্য। জানা গিয়েছে - অন্তত ১০ জন, যাঁদের মধ্যে তিনজন কাশ্মীরি, রহস্যজনকভাবে নিখোঁজ (Al Falah University missing)।
জম্মু-কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানের পরই নিখোঁজ দশজনের বিষয়টি সামনে আসে। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক দিন ধরেই তাঁদের মোবাইল ফোন বন্ধ।
#REL