দ্য ওয়াল ব্যুরো: মসজিদ বিতর্কে (Masjid) দল থেকে সাসপেন্ড (Suspend) হয়েও নিজের হাবভাব বদলাননি হুমায়ুন কবীর (Humayun Kabir)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ের পর নির্ধারিত দিনেই মুর্শিদাবাদের (Murshidabad) মসজিদের শিলান্যাস করেছিলেন তিনি। সেদিন রেকর্ড ভিড়ের সাক্ষী থেকেছিল রাজ্য। এই আবহেই হুমায়ুন জানিয়েছিলেন, নিজের দল বানিয়ে