দ্য ওয়াল ব্যুরো: অজয় দেবগন অভিনীত 'রেইড' ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় সুখবর। ২০১৮ সালে প্রথম কিস্তি এবং এই বছর দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সফল হওয়ার পর, শোনা যাচ্ছে 'রেইড ৩' ছবির কাজ শুরু হতে চলেছে। সব ঠিক থাকলে, ছবিটি ২০২৬ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে।
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, 'রেইড ৩' ছবিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং এর আপডেটগুলি গোপন রাখা হচ্ছে। তবে সূত্রের খবর, ছবির তৃতীয় অংশটি আরও বড় চমক নিয়ে আসবে। পরিচালক রাজকুমার গুপ্তা পরিচালিত এই ছবিটি গল্পকে আরও জটিল এবং নাটকীয় স্তরে নিয়ে যাবে।
#REL