দ্য ওয়াল ব্যুরো: বয়স তাঁর কাছে নিছক একটা সংখ্যা মাত্র। একের পর এক প্রজন্ম বদলেছে, কিন্তু বদলায়নি তাঁর কাজের প্রতি নিষ্ঠা। এখনও বারো ঘণ্টার বেশি সময় ধরে শুটিং করেন, শেখার আগ্রহও একফোঁটাও কমেনি। এবার সেই ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন শিখতে চলেছেন ইনস্টাগ্রাম ব্যবহার।
সম্প্রতি ক্যামেরার দিকে তাকিয়ে নিজের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মেগাস্টার। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আমি ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখছি। আশা করি, একদিন ঠিক শিখে যাব।”
#REL