দ্য ওয়াল ব্যুরো: শীত শুরু হতেই বাঙালিদের সবচেয়ে বড় দুশ্চিন্তা—ত্বক রুক্ষ, খসখসে, টান টান! ঘরোয়া যত্নে আর্দ্রতা ধরে রাখার নানা উপায় আদিকাল থেকেই বাঙালি জানে। আধুনিক ডার্মাটোলজিও বলে—বাড়ির রান্নাঘরের কিছু উপকরণ শীতের শুষ্কতা ঠেকাতে (winter skincare) দারুণ কাজ করে। তবে কোনটা কতটা নিরাপদ, কোনটা বিজ্ঞানসম্মত—তা জেনে নেওয়া জরুরি।
বাঙালির ত্বক: জিনগত ভাবে কেমন?