দ্য ওয়াল ব্যুরো: আগামী ৪ ডিসেম্বরের মধ্যেই (Deadline December 4) এনুমারেশন ফর্ম (Enumeration form) জমা ও ডিজিটালাইজেশন শেষ করতে হবে— নিউটাউনে ডিএম ও এডিএমদের বৈঠকে স্পষ্ট নির্দেশ দিলেন দেশের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।
শুক্রবার নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে আয়োজিত সেই বৈঠক ও ইভিএম চেকিং কর্মশালায় তিনি জানান, সময়সীমা কোনওভাবেই পিছোবে না, এবং দায়িত্বে কোনও গাফিলতি মানা হবে না।