দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে মেডিক্যাল কলেজ (Medical College) ও চিকিৎসকদের জন্য নতুন আচরণবিধি আনতে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। কর্মক্ষেত্রে ‘অ্যান্টি-ন্যাশনাল’ (Anti National) বা দেশবিরোধী কাজ কারবার ঠেকাতে এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই নির্দেশিকা, এমনই সূত্রের খবর।
সম্প্রতি দিল্লির লালকেল্লার (Delhi Blast) কাছে ১০ নভেম্বরের বিস্ফোরণ হামলার মামলায় আল-ফলাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের গ্রেফতারের জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ঘটনায় জইশ-ই-মহম্মদ যোগের অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।