দ্য ওয়াল ব্যুরো: আফ্রিকার মাটিতে প্রথম বার বসেছে জি-২০-র শীর্ষ (G20) বৈঠক। সেই ঐতিহাসিক মুহূর্তে জোহানেসবার্গের উদ্বোধনী অধিবেশনে বিশ্ব উন্নয়নের পক্ষে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বহু বছর ধরে সম্পদ বঞ্চনা ও পরিবেশগত অসমতার বোঝা বহন করা দেশগুলির কথা তুলে ধরে তিনি বলেন, এখনই সময় নতুনভাবে উন্নয়ন-চিন্তা করার।
মোদীর কথায়, “অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক বৃদ্ধি— এটাই নিশ্চিত করে যেন কেউ পিছিয়ে না পড়ে”। ভারতের ‘অখণ্ড মানবতা’র নীতিকে তিনি তুলে ধরেন সুষম বৃদ্ধির আদর্শ হিসেবে।
#REL
প্রধানমন্ত্রী তিনটি দিশা দেখান—