দ্য ওয়াল ব্যুরো: দলের পারফরম্যান্স যাচ্ছেতাই, বোর্ডের ভিতরেও ক্রমশ চড়ছে আর্থিক অনিয়মের পাহাড় (PCB Corruption)। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (PCB) নেমে এসেছে দুর্নীতির কালো ছায়া। অডিটর জেনারেলের (Auditor General) রিপোর্টে ফাঁস হল কোটি কোটি টাকার বেহিসেবি খরচ—যার কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Naqvi)।