দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) বাইশ গজের লড়াইয়ের থেকেও উত্তেজনার আঁচ বাড়িয়েছে মাঠের বাইরের নাটক। ভারত–পাকিস্তানের ‘হ্যান্ডশেক বিতর্ক’ থামেনি। অথচ তার মধ্যেই নতুন করে মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB)। অভিযোগ খেলোয়াড়দের জার্সি নিয়ে। তা নাকি এতটাই নিম্নমানের, যে ঘামে ভিজে ক্রিকেটারদের শরীরে লেপ্টে থাকছে!