দ্য ওয়াল ব্যুরো: প্রবাসী ভারতীয় শিল্পপতি রাজু রমলিঙ্গন মান্তেনার মেয়ের (Indian-origin billionaire businessman Rama Raju Mantena) বিয়ের আসর বসেছে উদয়পুরে। শিল্পপতির মেয়ের বিয়েতে বসেছে চাঁদের হাট। এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। বিশেষ করে রণবীর সিংয়ের (Ranveer Singh) দাপুটে পারফরম্যান্স নজর কেড়েছে সকলের।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেও নাচিয়ে দিলেন রণবীর!