দ্য ওয়াল ব্যুরো: এল সেই মাহেন্দ্রক্ষণ। অযোধ্যার রামমন্দিরের (Ayodhya Ram Temple) প্রধান শিখরে গেরুয়া রঙের বিশেষ পতাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই মুহূর্তকে অনেকেই ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে দেখছেন। কারণ রামমন্দিরের (Ayodhya Ram Temple) নির্মাণ কার্যত শেষ।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পতাকাটি ত্রিভুজাকার (Triangle Flag) - উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্য ২০ ফুট। তাতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবীদার বৃক্ষের ছবি আঁকা রয়েছে। সম্মান, সাহস, ঐক্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করাই এর উদ্দেশ্য।