দ্য ওয়াল ব্যুরো: বিস্ময়কর এক তথ্য দিলেন ভাইজান! তাও আবার ছবি মুক্তির বছর বাইশ পর। বিশদে আসা যাক, সলমন খানের ‘তেরে নাম’ ছবিটির কথা ভাবলেই মনে পড়ে যায় তুমুল প্রেম, আবেগ আর সলমনের চেনা চুলের স্টাইল যা সিনেমা রিলিজের পরপর গোটা দেশে ট্রেন্ড সেট করে ফেলেছিল।
আর এবার সেই চুলের ছাঁট নিয়ে এমন এক তথ্য জনসমক্ষে তুলে ধরলেন স্বয়ং সলমন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন ৩-এর প্রথম এপিসোডে অংশগ্রহণ করেন ভাইজান। এবং সেই শো-তে যখন সেই কথা সলমন বললেন, দর্শক থেকে কপিল শর্মা প্রত্যেকে বেশ চমকেই উঠলেন!
#REL