দ্য ওয়াল ব্যুরো: নামকরা নয়। সাদামাটা স্কুল। ঔরঙ্গাবাদের। মাঠে সারি দিয়ে রাখা কাঠের হার্ডলস। সেটাও রংচটা। অথচ একদিন ওই ভাঙাচোরা কাঠের ফলকগুলোতেই আটকে গেল এক কিশোরের চোখ। আর ঠিক সেদিনই শুরু তেজস শিরসের (Tejas Shirse) হার্ডলস–যাত্রা।
আজ তিনি দেশের শিরোপাজয়ী অ্যাথলিট। ১৩.৪১ সেকেন্ডে ছুটে ভেঙেছেন জাতীয় রেকর্ড। যদিও গল্পটা শুধু গতি বা ফিটনেসের নয়—আড়ালে রয়েছে আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর প্রেরণার কাহিনি।