দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার (Kapil Sharma) আসন্ন ছবি কিস কিসকো পেয়ার করুঁ ২ (Kis Kisko Pyaar Karoon 2)-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে কানাডায় তাঁর রেস্তরাঁয় ঘটে যাওয়া গুলি চালানোর (Firing Incident) ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। মুম্বইয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে কপিল খোলাখুলি এবং বিস্তারিতভাবে এই ঘটনা প্রসঙ্গে কথা বলেন।
কপিল শর্মা জানান, এই ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভারে (Vancouver) ঘটেছে এবং সেখানে এই ধরনের গুলি চালানোর ঘটনা মোট তিনবার ঘটেছে। তিনি মনে করেন, সেখানকার নিয়মানুযায়ী হয়তো পুলিশের কাছে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণের ক্ষমতা নেই।