দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআর (SIR) কাজ নিয়ে যখন তুমুল চাপানউতোর, ঠিক তখনই ফের রাজনৈতিক চাপে পড়লেন এক বুথ লেভেল অফিসার (BLO, Maldha)। মালদহের হরিশচন্দ্রপুরে বুধবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা।
অভিযোগ, এনুমারেশন ফর্ম ‘কথা মতো’ না ভরায় এক বিএলও-র স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করল এলাকার জমি-মাফিয়া চক্র। অভিযোগের তীর কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য কসিমউদ্দিনের দিকে (accused Congress leader))।