দ্য ওয়াল ব্যুরো: হুগলির আরামবাগ মেডিক্যাল কলেজে (Arambag Medical College) ফের চাঞ্চল্যকর অভিযোগ। কয়েকদিন আগেই সরকারি হাসপাতালে (Govt Hospital) রক্ত অদলবদলের অভিযোগ উঠে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সামনে এল আরও গুরুতর ঘটনা— সদ্যোজাত বদল! আর পরিবারের দাবি অনুযায়ী তিন দিনের একটি শিশুকে ‘বিক্রি’ করে দেওয়ার আশঙ্কা (New Born Baby Exchanged)।
তারকেশ্বরের বালিগোড়ির বাসিন্দা জাসমিনা বেগমকে রবিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে আরামবাগ মেডিক্যালে ভর্তি করা হয়। পরদিন সোমবার তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। শিশুটিকে অসুস্থ অবস্থায় এসএনসিইউ-তে স্থানান্তর করা হয়।
#REL