দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে (Barasat Hospital) ‘চোখ চুরি’-র অভিযোগে তিন সদস্যের বিশেষজ্ঞ দল যে তদন্তে নামে, তার রিপোর্ট বৃহস্পতিবার জমা প[ড়েছে কলেজ কর্তৃপক্ষ ও রাজ্য স্বাস্থ্য দফতরে।
রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে—মৃত প্রীতম ঘোষের চোখ উপড়ে নেওয়ার কোনও প্রমাণ মেলেনি ('eye theft' mystery! Report finds no evidence)। কলেজের এমএসভিপি অভিজিৎ সাহার কথায়, “বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইঁদুর জাতীয় কোনও প্রাণী মৃতদেহের চোখ খুবলে নিয়েছে। মানবিক হস্তক্ষেপের প্রমাণ নেই।”
#REL