দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ডিমের উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু বাজারে তার লেশমাত্র প্রভাব নেই। গত কয়েক সপ্তাহ ধরে খুচরো বাজারে ডিমের দাম বজায় রেখেছে তার ‘আগুন’ মেজাজ—৮ টাকা বা তারও বেশি। পাইকারি বাজারে যেখানে প্রতি ডিম মিলছে ৬.৮০ থেকে ৭ টাকায়, সেখানে খুচরো দামে এই তফাৎ নিয়ে ক্রেতাদের ক্ষোভও বাড়ছে।
সরবরাহ কম নয়, উৎপাদনও আগের তুলনায় বেশি—তবু দাম কমছে না কেন? ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজতে নেমেছে প্রশাসন।
#REL