দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) উদ্যোগে রাজভবনের (Raj Bhavan Name) নাম পাল্টে গেল। কেন্দ্র ইতিমধ্যেই ওই প্রস্তাবে সিলমোহর দিয়েছে। ফলে ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম হল ‘লোক ভবন’ (Lok Bhavan)।
নাম পরিবর্তনের ঘোষণা এসেই, রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও বদলে দেওয়া হয়েছে। নতুন পরিচয়— ‘লোকভবন’। সেখানেই পোস্ট করে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। রাজভবনের নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদন মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা করল রাজভবন কর্তৃপক্ষ।
#REL