রফিকুল জামাদার
প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে সোমবার সকাল দশটা পর্যন্ত আন-কালেক্টেড ফর্মের সংখ্যাটা দাঁড়াল ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬। এখানে বোঝার দরকার আছে যে আন-কালেক্টেড বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে। কমিশন (Election Commission) আগেই জানিয়েছিল, এই আন-কালেক্টেডদের (Uncollected form) মধ্যে রয়েছে মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্য।