দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের ক্ষোভ ছিল বিশেষ নিবিড় সংশোধন তথা SIR প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন (Election Commission)। যে কাছে আড়াই বছর সময় লাগে তা এক মাসে করা হচ্ছে। শেষমেশ পরিস্থিতি বিবেচনা করে এনুমারেশন ফর্ম (Enumeration Form) জমা দেওয়ার মেয়াদ বাড়াল নির্বাচন কমিশন (SIR West Bengal)। পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যের ক্ষেত্রেই তা বাড়ান হল। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে। এখন তা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হল (ECI extends form submission period)।
#REL