দ্য ওয়াল ব্যুরো: ১০ জনের চেলসি বনাম পূর্ণশক্তির আর্সেনাল—সংখ্যায় পিছিয়ে থেকেও যে হৃদয়ের জোরে ম্যাচ নিয়ন্ত্রণ করা যায়, তার নিখুঁত উদাহরণ দেখাল এনজো মারেসকার দল। স্ট্যামফোর্ড ব্রিজের গর্জন, দুই দলের দ্রুত-ছুট, দমবন্ধ চাপ—সব মিলিয়ে প্রিমিয়ার লিগের এক স্মরণীয় রাতে ১-১ গোলে শেষ হলো লন্ডনের এই মহারণ (Chelsea vs Arsenal )।
লাল কার্ডের ধাক্কা নীল দুর্গে