দ্য ওয়াল ব্যুরো: সম্পর্ক ঠিকঠাক চলছিল না বহুদিন ধরে। আলাদা থাকতে শুরু করেন স্বামীর থেকে। তিনিই মহিলাকে হস্টেলে ঢুকে খুন করলেন রবিবার দুপুরে। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের। মহিলা হস্টেলে এভাবে একজন পুরুষের ঢুকে পড়া ও খুনের মতো ঘটনায় আতঙ্কে সেখানকার সকলে। চমকে দেওয়ার মতো বিষয় হল, খুনের পর মহিলার দেহের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছেন অভিযুক্ত।
ঠিক কী হয়েছিল?