দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ইএম বাইপাসে (EM Bypass case) চলন্ত গাড়ির ভিতরে এক মহিলাকে টেনে নিয়ে গিয়ে মাদক মেশানো মদ খাওয়ানো, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে (crime against women)। রাতের শহরে নারীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ (women safety at night), তারপরই বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশ মহলে।
শহরে চালু হতে চলেছে ২০টি ‘পিঙ্ক বুথ’ (Kolkata Pink Booths), যেখানে ডিউটিতে থাকবেন শুধুই মহিলা পুলিশকর্মীরা (women led Pink booth)। যে কোনও বিপদের মুহূর্তে মহিলাদের পাশে থাকবে বিশেষ এই পিঙ্ক টিম (pink team kolkata)।
#REL