দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) নবান্নের (Nabanna) ১৪ তলায় পৌঁছে গেছিলেন! ওখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দফতর। নিরাপত্তাকর্মীরা তাঁকে সেখান থেকে আটক করে। এই ঘটনায় নবান্নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এবার নিষেধাজ্ঞা জারি হল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও সিভিক ভলান্টিয়ার নবান্নে ঢুকতে পারবেন না।
গত ১৫ জুলাই এক সিভিক ভলান্টিয়ার লিফটে করে আচমকা ১৪ তলায় পৌঁছে গেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে দেখে প্রথমে জানতে চান যে তিনি কেন সেখানে এসেছেন। সিভিক যা উত্তর দেন তাতে সন্দেহ বাড়ে তাঁদের।