দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে বিজেপি-তৃণমূলের (BJP-TMC) অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি। এমন আবহে মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে ফের মোদী-দিদির (Narendra Modi-Mamata Banerjee) সেটিং তত্ত্বকে সামনে আনলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
মতুয়াদের নাগরিকত্বর দাবিতে এদিন রাজ্যের মুখ নির্বাচন কমিশনারের অফিসে হাজির হয়েছিলেন অধীর। সঙ্গে ছিলেন মতুয়া সম্প্রদায়ের কয়েকজন নেতৃত্বও।