দ্য ওয়াল ব্যুরো: কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন—“আবার যেন ফিরে আসি/ কোনো এক শীতের রাতে/ একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে/ কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।” সম্ভবত দার্জিলিংয়ের কমলালেবুর (Darjeeling Orange) কথাই বলেছিলেন তিনি। সে সময়ে নাগপুরের কমলা কলকাতায় বিশেষ আসত না। হিমাচলের কিন্নুরও জন্ম হয়নি তখনও। দার্জিলিং কালিম্পংয়ের সেই কমলালেবু (Darjeeling Mandarin orange) এতদিনে জিআই ট্যাগ (GI or Geographical Indication tag) পেল।
কেন দার্জিলিং ম্যান্ডারিন পেল জিআই ট্যাগ?