দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্প (Earthquake) আর তার জেরে সুনামির (Tsunami) আশঙ্কায় কাঁপছে রাশিয়া (Russia), জাপান (Japan), হাওয়াই, ক্যালিফোর্নিয়া থেকে মধ্য ও দক্ষিণ আমেরিকার বহু উপকূল। মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার কামচাটকা (kamchatka) উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প (Russia earthquake) আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের গভীরে। বিশ্বের ইতিহাসে এটি ছিল ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প।