দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেতা আমির খান এবং বীর দাসকে দেখা যায়। ভিডিওটিতে প্রথমে আমির খানকে দেখা যায় বীর দাসকে ভাল ছবি বানানোর পরামর্শ দিতে। বীর দাস যখন তাঁর নতুন ছবিতে কমেডি, রোমান্স এবং নিজের আইটেম ডান্সের কথা বলেন, তখন আমির খান সরাসরি বলে দেন, "এই ছবি একেবারেই ফ্লপ হবে।"
আমির খানের মুখে 'ফ্লপ' শব্দটি শুনেই বীর দাস সুযোগ বুঝে অভিনেতাকে পালটা আক্রমণ করেন। বীর বলেন, "সে তো আপনারও 'লাল সিং চাড্ডা' ছবি একদমই চলেনি!" এই কথা শুনেই আমির খান প্রচণ্ড রেগে যান এবং বীর দাসকে মারধর করতে শুরু করেন।
#REL