দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে গিরিশ পার্ক (Girish Park) চত্বরে চাঞ্চল্য। মেট্রোর তিন নম্বর গেটের পাশে একটি পরিত্যক্ত পৈত্রিক বাড়ি থেকে উদ্ধার হল একুশ বছরের সৌম্যদিত্য কুণ্ডুর ঝুলন্ত দেহ। ঘটনাস্থল ঘিরে ভিড়, প্রশ্নের পর প্রশ্ন— খুন, আত্মহত্যা না কি আরও কোনও অজানা রহস্য?
পরিবার সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকায় পাইলটের (Pilot) প্রশিক্ষণ নিচ্ছিল সৌম্যদিত্য। বুধবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাতে আর ফেরেনি। বারবার ফোন করেও সাড়া না পেয়ে চিন্তিত পরিবারের সদস্যরা শেষমেশ লোকেশন ট্র্যাক করেন। দেখা যায়, সংকেত থমকে রয়েছে গিরিশ পার্কেই।
#REL