দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের স্টেডিয়াম চত্বরে দাঁড়িয়ে ফের কেন্দ্রকে কঠোর নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরিযায়ী থেকে শুরু করে নাগরিকত্ব, গঙ্গাভাঙন থেকে ওয়াকফ বিল—একাধিক ইস্যুতে তীব্র আক্রমণে শাসকদলের সর্বোচ্চ নেত্রীর।
পরিযায়ী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “পরিযায়ী দেখলেই অত্যাচার। মুর্শিদাবাদ আর মালদহ দেখলেই সবাই নাকি বাংলাদেশি! ভাগ্যিস বীরভূমে জন্ম হয়েছিল—না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত!”