দ্য ওয়াল ব্যুরো: অনেকেরই ধারনা হল ঘরোয়া বিমান পরিষেবা সংস্থাগুলির মধ্যে ইন্ডিগো ভাল। কিন্তু এই নাকি ভালোর নমুনা? দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে (Indigo flight cancel) এখন চরম বিশৃঙ্খলা চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত ধসে পড়েছে সংস্থার পরিষেবা। সারা দেশে ২০০-রও বেশি উড়ান বাতিল হওয়ায় বিমানবন্দরে তোলপাড় চলছে। হাজার হাজার যাত্রীর ভোগান্তির একশেষ। কেবল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ মিলিয়েই বাতিল হয়েছে অন্তত ১৯১টি ফ্লাইট।
DGCA-র তলব, তদন্তে নেমেছে এভিয়েশন ওয়াচডগ