গার্গী দাস
রাস্তাঘাটে যে দোকানেই তাকাচ্ছেন চোখে পড়ছে লাল সাদা ম্যাট ফিনিশ প্যাকেটে সরু লম্বা বিস্কুট? আর তাতে আপনার প্রিয় বিসকফ! গত কয়েকদিন ধরে শীতের শহরের এই ছবি অনেকের চোখেই ধরা দিয়েছে। রাস্তার মোড়ে মোড়ে পড়েছে আকাশ কেউ খেয়েছেন, কেউ চেনেন না, কেউ আবার বিসকফ দোকানে দোকানে পাওয়া যাচ্ছে দেখে এক্সাইটেড।