দ্য ওয়াল ব্যুরো: আবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতার ব্রিগেড ময়দান(Brigade)। আগামী ৭ ডিসেম্বর, রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিরাট ধর্মীয় সমাবেশ—‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Gita in five lakh voices, expecting a record)। আয়োজকদের দাবি, শুধু বাংলা নয়, ভারতের ইতিহাসেও এত বড় সমবেত গীতা পাঠ এই প্রথমবার।
শুক্রবার সাংবাদিক বৈঠকে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কার্তিক মহারাজ। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বহু মন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এলে আমাদের বিশেষ আনন্দ হবে।”