দ্য ওয়াল ব্যুরো: সময় বদলাচ্ছে, বদলাচ্ছে ব্রিগেডের সমীকরণও (Brigade)!
যে ব্রিগেড একসময় রাজনীতির ধ্রুবতারা ছিল, সেখানেই এখন ধর্মীয় আয়োজনে ভিড় সামলাতে হচ্ছে প্রশাসনকে। কয়েকদিন আগেই লক্ষ কণ্ঠে গীতাপাঠে (Gitapath) ভরে গিয়েছিল ময়দান। এবার সেই ব্রিগেডেই হবে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তন (Harinam)।
#REL
গীতাপাঠের মতোই এবারও আয়োজনে রাজনৈতিক রং। হরিনাম সংকীর্তনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের গোসা পরিষদ। যার নেত্রী তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।