দ্য ওয়াল ব্যুরো: সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবার ব্রিগেডে গীতাপাঠের (Gita reading , Brigade) আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। তবে তিনি যাননি। অন্যদিকে গীতাপাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন বঙ্গ বিজেপির সব শীর্ষ নেতারা।
বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরা উপস্থিত ছিলেন গীতাপাঠের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে নানাবিধ মন্তব্যও করেন তাঁরা।