দ্য ওয়াল ব্যুরো: হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। কেউ হাত মেলাতে চাইছেন, কারও সেলফির আবদার। সোমবারের দুপুরে হুমায়ুন কবীরের (Humayun Kabir) ফেসবুক পেজে মেরেকেটে দশ মিনিটের একটু বেশি একট লাইভ জুড়ে শুধু এই ছবি দেখা গেল। এলাকা - মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা বাবরি মসজিদের (Beldanga Babri masjid) ভিত্তিপ্রস্তর হয়েছিল যেখানে।
ছবি বলছে, সেখানে বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ভিড়। চারদিকে মানুষের হাতে ক্যামেরা। হুমায়ুন অনেকের সঙ্গে কথা বললেন, মন দিয়ে তাঁদের কথা শুনলেন। হাত মেলালেন, সেলফিও তুললেন।
#REL